এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
ফতুল্লার পাগলা শাহী মহল্লা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মঙ্গলবার দুপুরে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শওকত হোসেন সৈকত (২৪) কে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ফতুল্লার পাগলা শাহী মহল্লা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম অভিযান চালায়। এ অভিযানে ঐ এলাকার মোহম্মাদ আলীর ছেলে শওকত হোসেন সৈকত (২৪) কে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মামলা নং- ৩০(৩)২০।
