কেসমী সরকার, গলাচিপা,পটুয়াখালী।
পটুয়াখালীর চর মোন্তাজ ইউনিয়নে মাছ ব্যাবসায়ীদের মাঝে মাছ কেনা বেচা নিয়ে মারামারিতে মা ও ছেলে আহত। অতঃপর আদালতে সি আর -১৫৯/২০ মামলাটি দাখিল করেন মোসঃ রুদুফা বেগম (৪৫)।
সূত্রমতে জানা যায় গত ২৭ শে ফেব্রুয়ারী আনুমানিক বিকাল চারটা ত্রিশ মিনিটের সময় চর মোন্তাজ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের স্থানীয় মাছের খলাতে পক্ষদ্বয়ের মাঝে কথার কাটাকাটির এক পর্যয় মারামারির ঘটনা ঘটে। এতে মা রুদুফা বেগম (৪৫) ও ছেলে তুহিন (১৬) আহত হয়ে গলাচিপা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এবং আদালতে মোঃআলতাফ হোসেন খানের স্ত্রী রুদুফা বেগম বাদী হয়ে মারামারি ও তিন লক্ষ ত্রিশ হাজার টাকার ক্ষতি পুরনের অভিযোগ তুলে মোঃবাবুল মাতব্বর,মামুন ও ফিরোজ হাওলাদারের বিরুদ্ধে মামলা করেন।