জসিম উদ্দিন, ষ্টাফ রিপোর্টার
ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ার অংশ নেব’ এ শ্লোগানকে সামনে রেখে গলাচিপা উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে বর্ণাঢ্য এ র্যালিটি শহরের গরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়। র্যালি শেষে নির্বাচন অফিসের হল রুমে এক আলোচনা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব হাসান শিবলী ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন প্রমুখ। আলোচনা শেষে নতুন ভোটারদের ভোটার আইডি কার্ড বিতরণ করা হয়।
