জসিম উদ্দিন আহম্মেদ, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় ট্রলি গাড়ির চাপায় রুবেল প্যাদা (৩০) নামে এক ড্রাইভার নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৭ টায় কালিকাপুর বাজার সড়কে। রুবেল হচ্ছেন উপজেলার পানপট্টি ইউনিয়নের মধ্য তুলাতলি গ্রামের মৃত শহীদ প্যাদার ছেলে। এ বিষয়ে ইউপি সদস্য আনোয়ার গাজী জানান, একই ইউনিয়নের রিয়াজ প্যাদার ট্রলি গাড়ি চালাতেন রুবেল। শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে কালিকাপুর বাজারে আসলে ট্রলি গাড়িটির একটি চাকা পাকা রাস্তার মাঝে থাকা খাদায় পড়লে গাড়ীতে বসে থাকা রুবেল চাকার নিচে পড়ে যায়। স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা সিকদার তাকে মৃত ঘোষণা করেন। উক্ত বিষয়ে গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, নিহত রুবেলের সুরথহাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।
