এসএম হাসান আলী বাচ্চু,তালা(সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় জুনিয়ার দাখিল সার্টিফিকেট(জেডিসি) পরীক্ষায় নকলে সহযোগিতা করার অপরাধে মাদরাসার এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং এক শিক্ষার্থীকে বহিস্কার করেছেন নির্বাহী ম্যাজিষ্টেট ।
জানাযায়.গতকাল(সোমবার)উপজেলার পাটকেলঘাটা আল আমীন ফাজিল মাদ্রাসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা চলাকালীন সময় তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ।এক শিক্ষাথীকে নকলে সহযোগিতা করার সময় জেএন দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ শামসুল আলম কে অব্যাহতি ও পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে বলে জানান কেন্দ্র সচিব ।
