মোঃ মনির হোসেন
গত কয়েকদিন যাবত মাওয়া শিমুলিয়া-কাঠালবাড়ি নাব্যতা হীনতার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দক্ষিণবঙ্গের পরিবহন গুলো সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না তাই পরিবহন শ্রমিক কর্মচারী ও কুলিরা বেকার সময় পার করছেন যাত্রীদের ভোগান্তি সীমাহীন সায়দাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন হাওলাদার (সর্দার) আমাদের কে জানান কয়েকদিন যাবত দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় কলি শ্রমিকরা অর্থনৈতিক সংকটে পড়েছে তিনি আরো বলেন প্রতিদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কে ২৫ হাজার টাকা ব্যাট দিতে হয় এমন অবস্থায় নিজেদের সংসার চালানোই দায় ব্যাড দেবো কোথা থেকে সংক্ষিপ্ত কর্মকর্তা এ বিষয়ে নজর দেওয়ার জন্য অনুরোধ জানায় দ্রুত এই সংকট সমাধান করার জন্য সরকারের কাছে অনুরোধ জানায় পরিবহন মালিক শ্রমিক কর্মচারী ও যাত্রীরা।
