মু. জিল্লুর রহমান জুয়েল, স্টাফ রিপোর্টার
সোমবার গলাচিপা উপজেলার বিভিন্ন নদীতে অভিযোন চালিয়ে ৫০হাজার মিটার অ বৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌবাহিনী।
সোমবার মুঠোফোনে ভার প্রাপ্ত নৌবাহিনী জাহাজ এলসিভিপি- ০১১ এম হাবিবুর রহমান ও গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান, গতাকাল রবিবার ১৩ অক্টোবর বিকেল থেকে ১৪ অক্টোবর সকাল পর্যন্ত বিভিন্ন নদীতে মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর যৌথ উদ্যোগে উপজেলার বুড়াগৌড়াঙ্গ , রামনাবাদ ও তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ৫০ হাজার কারেন্ট জাল ও ১ হাজার মিটার বেদগর কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা লঞ্চ ঘাটে বিকেলে জনসাধারনে সামনে পুরিয়ে ফেলা হয়। বর্তমানে যার দাম প্রায় অর্ধ লক্ষ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। তবে এসময়ে কাউকে আটক করা হয়নি।
