মু. জিল্লুর রহমাম জুয়েল, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীতে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গন হতে ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টায় সময় একটি মিছিল বের করে। কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনায় জেলা ছাত্রদলের আয়োজনে সিনিয়র সহসভাপতি, সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, মোঃ মেহেদী হাসান শামীমে এর নেতৃত্বে পটুয়াখালী সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজ ক্যাম্পাসে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে সরকারী কলেজ চত্বরে এসে মিছিলটি শেষ হয়।
স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, কলেজ ছাত্রদল,সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, সদর উপজেলা, একেএম কলেজ ও পলিটেকনিক্যাল ও পৌর শাখা ছাত্র দলের সিনিয়র নেতৃত্ববৃন্দ উপস্থিত হয়ে, মেধামী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রকৃত বিচার চাই,এই হত্যার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান ছাত্রদলের নেতাকর্মীরা।