মোঃ আরিফুর রহমান ঝন্টু, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
দশমিনা উপজেলার রনগোপালদী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গতকাল রোজ বুধবার বিকাল চার ঘটিকার সময় বিবাহিত – বনাম – অবিবাহিত মধ্যকার এক ফুটবল খেলার আয়োজন করা হয় , মধ্যকার এ ফুটবল খেলাটি নির্ধারিত ৯০ মিনিটের মধ্যকার খেলায় – অবিবাহিত ০ – বিবাহিত ০১, গোলে জয়লাভ করেন, এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রনগোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আবুল কালাম আজাদ, রনগোপালদী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক প্রার্থী সুভ্রত দাস (সাগর) ও আরিফুর রহমান ঝন্টু , ইরফান,সামিম,আবুসালেহ প্রমূখ, উপস্থিত ছিলেন। খেলা শেষে দুই দলের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়। এবং এসময় আনন্দ উল্লাসে মেতে উঠে বিজয়ী দল।
