এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ পুরিয়া হেরোইন ও ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার একটি টীম গত ২৪ আগষ্ট রাতে মাসদাইর বাজার এলাকায় মাদকের অভিযান চালায় । এ অভিযান চালিয়ে ৮০ পুরিয়া হেরোইনসহ মাদক বিক্রেতা চুন্নু (৫০) কে গ্রেপ্তার করে। সে ফতুল্লা থানাধীন গলাচিপা এলাকার মৃত মাসুদ মিয়ার ছেলে।
অপরদিকে, থানার আরেক টীম ফতুল্লার এনায়েতনগর এলাকায় গত ২৪ আগষ্ট সকালে মাদক বিরোধী অভিযান চালায়। এ অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুসলিম নগরের মৃত মফিজুল ইসলামের ছেলে খোকন (৪২),রমজান শেখের ছেলে মজনু শেখ (৫০) এবং মৃত জহির উদ্দিনের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৬) কে গ্রেপ্তার করেছে।
এব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
