এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
গত রোববার রাতে ফতুল্লার সেহাচর ইয়াদ আলী জামে মসজীদ এলাকায় মুদির দোকানে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। এ ব্যাপারে মুদি দোকানদার সবুজ মিয়া (২৯) ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ।
এ অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার সেহাচর ইয়াদ আলী জামে মসজীদ এলাকায় মুদির দোকানে বিকাশসহ ব্যবসা করছে সবুজ। গত ৭ এপ্রিল রাত সাড়ে ১০টায় সবুজ মুদির দোকান বন্ধ করে বাসায় চলে যায় । এরপর অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঐ রাতে সাটার ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে। এসময় নগদ ৯০ হাজার টাকা ও ২০ হাজার টাকার বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী নিয়ে যায়।
এব্যাপারে দোকান মালিক সবুজ জানায় গত সোমবার রাত হতে ৮ এপ্রিল সকাল ৮ট্র মধ্যে যেকোন সময় চুরি করে অজ্ঞতনাম চোরেরা।
