আল কাদরী কিবরীয়া সবুজ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত মর্টার সেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার কামারদহ ইউনিয়নের চাপরীগঞ্জ ব্যাপারী পাড়া গ্রামের মাছুদুর রহমানের ছেলে আলামিন মিয়া তার পুকুর খননের সময় মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি মর্টার সেল পায়। এ মর্টারসেলটি পুকুর মালিক আলামিন ঘরে রেখে দিলে এলাকায় এ নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়। পরে এ বিষয়টি আজ রাতে ওই এলাকা থেকে উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের নির্দেশে গোবিন্দগঞ্জ থানার ওসি এ,কে,এম মেহেদী হাসান, পি এসআই সাইফুল ইসলাম, এসআই আবুল কালাম আজাদ, এএস আই মর্তুজাসহ সঙ্গীয় ফোর্স মর্টার সেলটি উদ্ধার করে থানায় আনে।
এলাকার মুরব্বীরা জানান, মুক্তিযুদ্ধের সময় একটি দল আরেকটি দলকে ধ্বংস ও ট্যাংক, যুদ্ধ বিমান ধ্বংস করতে এ ধরনের মর্টার সেল ব্যবহার হতো।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে।
