নিয়ামুর রশিদ শিহাব, বিশেষ প্রতিনিধি
দৈনিক সমকালের পটুয়াখালী জেলা প্রতিনিধি মুফতি সালাহ্উদ্দীনের বড় ভাই ও গলাচিপা পৌর এলাকার ৪নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মুফতী মো.জসিম উদ্দীন(৬৫) শনিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি………রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। রোববার সকালে রাঙ্গাবালীর বাহেরচর ঈদগাঁও মাঠে ১ম ও বাদ আছর গলাচিপায় ২য় জানাজা শেষে পৌর গোরস্থানে দাফন করা হয়েছে।
