জসিম উদ্দিন, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় নিবন্ধনহীন ইট ভাটায় অভিযান পরিচালনা করে মো. বাদল খান(৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১ টায় গলাচিপা সহকারী কমিশনার ভূমি কর্মজর্তা মো. সুরিদ সালেহীন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে নদীর পাড় ঘেষে অবস্হিত নিবন্ধনহীন ইটভাটার মালিক বাদল খানকে গ্রেফাতার করা হয়। পরে তাকে ১ মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সুরিদ সালেহীন প্রতিবেদককে বলেন, নিবন্ধন না থাকায় ইটভাটার মালিক মো. বাদল খানকে গ্রেফতার করে তাকে ১ মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
