আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শীতার্ত দুঃস্থ মানুষের তিনশ’ কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে শহরের ডিবি রোডে জেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা এসব কম্বল বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সোসাইটির জেলা শাখার সেক্রেটারি রেজাউল করিম রেজা ও পাভেল রহমান প্রমুখ।
