জসিম উদ্দিন, ষ্টাফ রিপোর্টার
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগ থেকে বিপুল ভোটে নির্বাচিত সাংসদ এস এম শাহ্জাদা সাজু। ৩ ডিসেম্বর নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে গেল ৫ বছরের ভবিষ্যৎ এর পথ চলা। এবার গলাচিপা- দশমিনার ১৫৬৮.৬৩ বর্গ কিঃ মিঃ আয়তনের ৩ লক্ষ ৫৬ হাজার ৮৬১ জন সাধারন জনগনের চাওয়া-পাওয়া পূরনের পালা। তার প্রতিশ্রুত সর্ব প্রথম যে কাজটি করতে চেয়েছেন তা হল, গলাচিপা-দশমিনা বাসীর প্রানের দাবি পটুয়াখালীর সাথে যোগাযোগের জন্য রামনাবাদ নদীর উপর গলাচিপা-হরিদেবপুর ব্রীজ ও পটুয়াখালীর সাথে দশমিনার যোগাযোগ করার জন্য লোহালিয়া নদীর উপর ব্রীজ নির্মান। এই দুটো ব্রীজই নির্বাচিত এমপির প্রথম কাজ বলে তিনি ঘোষনা দিয়েছিলেন। এ ছাড়া তিনি যুবক হওয়ায় এ অঞ্চলের যুবকদের আত্ম কর্মসংস্হান সৃষ্টি করে দেয়া। এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্হার উন্নয়ন করে একটি ডাটাবেজ এর আওতায় নিয়ে আসা তার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এ ছাড়া তার প্রতিশ্রুত আরও কিছু গুরুত্বপূর্ন কাজ হল, দূর্নীতি মুক্ত করন, মাদকমুক্ত সমাজ গঠন, বাল্য বিবাহ রোধ, দারিদ্র বিমোচন ও পল্লী উনয়নে সহায়ক ভূমিকা রাখা, সামাজিক উন্নয়নে কাজ করা, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করন, নারী নির্যাতন রোধ ও নারীদের সমাজে সম-অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা সৃষ্টি করন, শিশু শ্রম নিরোধ করে তাদেরকে স্কুল মুখী করা, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া, খেলাধুলার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা, শিশুদের মেধা বিকাশে শিশু পার্ক নির্মান, আধুনিক বাসষ্ঠান্ড নির্মান, মা ও শিশু হাসপাতাল নির্মান, হাসপাতালে রোগীদের সেবার মান নির্শ্চীত করন, কৃষকদের আধুনিক কৃষিকাজে উৎসাহিত করন, প্রতিবন্ধীদের লেখাপড়া করে তাদের পূনর্বাসনের ব্যাবস্হা করা, উপকূল রক্ষায় সচেতনতা সৃষ্টি করা, নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া, প্রাকৃতিক দূর্যোগ রোধে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া ও সচেতনতা সৃষ্টি করা, শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন সহ ঝড়ে পড়া শিক্ষার্থীদের স্কুলে গিয়ে লেখাপড়ায় উৎসাহিত করা ও যে সব বিদ্যালয় এখনও পাকা করন হয়নি সে গুলোকে পাকা ভবন করা। এ ছাড়া দলীয় ইশতেহার তো আছেই। এখন গলাচিপা- দশমিনা বাসীর জন্য কতদূর প্রতিশ্রুতি পালন করতে পারেন সেটাই দেখার বিষয়।
