আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
জাতীয় সংসদ নির্বাচন শেষে গাইবান্ধা জেলার সর্বত্র ফের নির্বাচনী হাওয়া লেগেছে। নির্বাচন কমিশন (ইসি)’র প্রাথমিক ঘোষণা অনুযায়ী এ বছরের ফেব্রয়ারীতে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল হতে পারে। এই আভাস পেয়ে ইতোমধ্যে গাইবান্ধা জেলার সাতটি উপজেলার সর্বত্র শুরু হয়েছে নির্বাচনী আলোচনা- সমালোচনা।
এবারে উপজেলা পর্যায়ে কোন দলের কারা হবেন প্রার্থী, সেই হিসাব-নিকাশ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনার ঝড় বইছে। সামনে স্বল্প সময়ের কারণে সম্প্রতি নড়েচড়ে বসতে শুরু করছে সম্ভাব্য প্রার্থীরা। সম্প্রতি হয়ে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পালে হাওয়া লাগায় ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামীলীগ এর স্থানীয় নেতারা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা পেতে দলীয় হাইকমান্ডে দৌড়-ঝাঁপ শুরু করেছেন। এদিকে বসে নেই বিএনপি-জাতীয় পার্টিসহ অন্যান্য দলের নেতাকর্মীরাও।
বিশেষ সুত্রে জানা গেছে, নির্বাচন কমিশন (ইসি) আগামী ফেব্রুয়ারী মাসে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এবার এ নির্বাচন হবে দলীয় প্রতীকে। এ কারণে রাজনৈতিক দলগুলোকে উপজেলা পরিষদের প্রার্থী মনোনয়নের কাজ সহসাই শুরু করতে হবে। আইন অনুযায়ী মেয়াদপূর্তির আগের ছয় মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
উল্লেখ্য, বিগত ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারী থেকে মে মাস পর্যন্ত মোট ছয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।