জসিম উদ্দিন, ষ্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় পানের বরজে দূবৃত্তরা আগুন দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে। জসিম উদ্দিন (৩৫) জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে একদল দূবৃত্তরা তার পানের বরজে আগুন দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে ঐ এলাকার রুবেল, রফিক, রুহুল, মনির জানান, রাতের আধারে পানের বরজে আগুন জ্বলতে দেখে আমরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। এ সময়ে আমরা কাউকে দেখতে পাই নি। এ ব্যাপারে পানের বরজ মালিক হাসান হাওলাদার বলেন, আমার প্রায় আনুমানিক আট শতাংশ জমির উপরে এ পানের বরজটি। এটি থেকে আমি আমার জীবিকা নির্বাহ করি। যদি এ রকম কিছু হয়ে যায় তাহলে আমি পথে বসে যাব। এ ব্যাপারে ইউপি সদস্য মহিম মোল্লা প্রতিবেদককে মুঠোফোনে বলেন, আমি বিষয়টি শুনেছি দেখব। ইউ/পি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার বলেন, আপনাদের মাধ্যমে আমি বিষয়টি শুনলাম বিষয়টি খতিয়ে দেখব।
