এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা:
তালায় এক বৃদ্ধকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে সন্ত্রাসীরা। বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন ওই বৃদ্ধ।
এলাকাবাসী জানায়,গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ইসলামকাটি গ্রামের মৃত:আছির উদ্দীনের পুত্র আব্দুল খালেক সরদার (৭৩) ইসলামকাটি ব্রিজের অপর পাশের বাজার হতে বাজার করে বাড়ি ফিরছিলেন। এ সময় ব্রিজের উপর পৌছালে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে রড দিয়ে পিটিয়ে দু,পা ভেঙে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা এখন আশংকাজনক।
আহত আব্দুল খালেকের পুত্র ইকবল হোসেন জানায়, আমাদের ১৬ শতক জমিনিয়ে দীর্ঘদিন যাবৎ একই গ্রামের আনার হোসেনের ছেলেদের সাথে বিরোধ চলে আসছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে এ প্রতিবেদককে জানান। তার জামাতা কুমিরা ইউনিয়নের ইউপি সদস্য আলাউদ্দীন জানায়, এ বিষয় নিয়ে কয়েকবার সালিশ বৈঠক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।