জসিম উদ্দিন, ষ্টাফ রিপোর্টার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী এস.এম শাহাজাদা দুই লাখেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। পূর্নাঙ্গ ফলাফল প্রকাশ হওয়ার পর আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরন করেন । এ সময় বিজয়ী প্রার্থী তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমি ব্যাক্তিগত ভাবে বিজয়ী হইনি এ বিজয় হল গলাচিপা- দশমিনার সাধারন জনগনের, এ বিজয় জননেত্রী শেখ হাসিনার নৌকার, এ বিজয় উন্নয়নের ধারা অব্যাহত রাখার বিজয়। এ সময় তিনি আবেগ আপ্লুত কন্ঠে তাকে এ বিজয় উপহারে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নির্বাচন কমিশন সূত্র তথ্য মতে জানা যায়, বিজয়ী প্রার্থীর মোট প্রাপ্ত ভোট ২লাখ ১৭হাজার ২৬১টি। তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলন (হাতপাখা) ডা. মো. কামাল খান পেয়েছেন ৯০০৯ ভোট। বিএনপি (ধানের শীষ) প্রার্থী গোলাম মাওলা রনি পেয়েছেন ৬৪৬৯ ভোট এবং জাতীয় পার্টির(লাঙ্গল)প্রার্থী মাওলানা মো. সাইফুল ইসলাম পেয়েছেন ২০০২ ভোট। এসব তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাহ মো. রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
