আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করা বিএনপি কে সুসংগঠিত করার লক্ষে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন বিএনপির পথসভা করেন।
১৮ডিসেম্বর মঙ্গলবার ফুলছড়ি উপজেলা উড়িয়া বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভায় উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাদা মিয়া’র সভাপতিত্তে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলছড়ি-সাঘাটা বিএনপি মনোনিত প্রার্থী ফারুক আলম সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম জয়। যুবদলের সাধারন সম্পাদক নজরুল ইসলাম নান্টু ও সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক। উড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শরিফ উদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কঞ্চিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ, উড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রেজা মিয়া, যুবনেতা ও সাবেক ইউপি সদস্য আহসান হাবীব, জাবেদ মিয়া, মতিন, মহব্বত আলী ও আতিয়ার রহমান প্রমুখ।