এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা:
তালায় পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে আপন ২ভাই সহ ৩জন মারাতœক ভাবে আহত হয়েছে।আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
জনাযায়,উপজেলার গোনালী গ্রামের অরবিন্দ দাশের ছেলে দীপংকর দাশ(৩০) একই গ্রামের অনীল সরকারের কাছে কাজ করার দরুন টাকা পাইত । অনীলের কাছে টাকা চাইলে বিভিন্ন প্রকার তালবাহানা করতে থাকে ও তার সাথে শত্রুতার রুপ নেই ।তারই জের ধরে গত রবিবার অনীল সরকারের ছেলে রনী সরকার ও হৃদ্বয় সরকার হঠাৎ করে দীপংকরের পেটে ছুরি ধুকিয়ে হত্যার চেষ্টা করে । দীপংকরের ভাই বনমালী দাশ বাধা দিতে আসলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে । উক্ত সময় ঠেকাতে আসা কাকলী দাশ ও আহত হন ।এলাকাবাসী তাদেরকে তালা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে ।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন থানায় মামলা রেকর্ড করা হয়েছে আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।