আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
৩০ ডিসেম্বর, ২০১৮ খ্রি: অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন -২০১৮। নির্বাচনী ডামাডোল ইতোমধ্যে শুরু হয়েছে। নির্বাচনকালীন সময়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে হয় পুলিশ বাহিনীকে। এজন্যে পুলিশ সদস্যদের করণীয় সম্পর্কে আজ গাইবান্ধা জেলা পুলিশ লাইন্সে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয় । উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, এমবিএ (আইবিএ)। এছাড়াও জেলা নির্বাচন কর্মকর্তা জনাব মো: মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব মো: আব্দুল লতিফ এবং গাইবান্ধা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
