আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আমন চাল ক্রয়ের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। আজ বুধবার সকালে চলতি মৌসুমে সরকারী ভাবে ৩৬ টাকা কেজি দরে ১৩১৪ মেঃ টন চাল ক্রয়ের বরাদ্দ পাওয়া যায়। প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, চাল কল মালিক সমিতির সভাপতি দিলীপ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক এনামুল হক মকবুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বকসী ও চাউল কল মালিক মনিরুজ্জামান ফুল মিয়া প্রমুখ।
উল্লেখ্য, চলতি অর্থবছরে ৯৬ জন মিল মালিকের নিকট থেকে ৩৬ টাকা দরে ১৩১৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।