এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
গত ১০ ডিসেম্বর একাদশ নির্বাচনের প্রতীক বরদ্ধের পরে,নারায়ণগঞ্জ ৪ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ¦ এ.কে.এম শামীম ওসমানের জন্য ফতুল্লা থানা ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে বিশাল মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ মিছিলে নেতৃত্ব দিয়েছে ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ খন্দকার লুৎফর রহমান স্বপন, যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, ছাত্রলীগের সভাপতি আলহাজ¦ আবু মোহম্মদ শরিফুল হক ও সেচ্ছা সেবকলীগ নেতা রুস্তুম খন্দকার, যুবলীগ নেতা মোল্লা জাফর মহিল নেত্রী হালিমা চৌধুরী পিয়ারী পপি চৌধুরী,আসমা আক্তার।
গত ১০ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ ৪ আসনের নির্বাচনী এলাকায় একযোগে পাড়া মহল্লা ও বিভিন্ন ভোট কেন্দ্রধীন এলাকায় নৌকা প্রতীকের শামীম ওসমানের পক্ষে নির্বাচনী মিছিল ও মিলাদ অনুষ্ঠিত হয়। ফতুল্লা লালপুর, পৌষার পুকুর পাড় এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে রুস্তুম খন্দকার, জুয়েল ,মোল্লা জাফরের নেতৃত্বে কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের ভোট কেন্দ্রের মাঠে উপস্থিত হয়। সেখানে নেতাকর্মীরা মিলাদ শেষে আবার বিশাল মিছিল নিয়ে ফতুল্লা বাজার ডি আই টি মাঠে আসে, সেখান থেকে আবার মিছিল নিয়ে আবু মোহম্মদ শরিফুল হক ও স্বপন চেয়ারম্যানের মিছিলে যোগ দেয়। এসময় মহিলা নেত্রীরাও তাদের মহিলা কর্মী নিয়ে হালিমা চৌধুরী, পিয়ারী চৌধুরী, শারমিন চৌধুরী এবং পপি চৌধুরী মিছিল নিয়ে যুবলীগ ছাত্রলীগের মিছিলে যোগদান করে।
এই মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলহাজ¦ কাজী আব্দুল করিম, মোবারক হোসেন চৌধুরী হান্নান, সৈয়দ মিজানুর রহমান মিজান, কাজী মোশাররফ হোসেন, পৌষার পুকুর পাড় এলাকার জালাল আহম্মেদ, সামশুল হক,ছাত্রলীগ নেতা জুয়েল আহম্মেদ,কাউসার আহম্মেদ,কাজলচৌধুরী,রাসেল খান,কনক,সৈয়দ শাওন, যুবলীগ নেতা ভুট্ট প্রধান, উজ্জল, আবুল হোসেন, জাহাঙ্গির হোসেন, বদুমিয়া, মহিলা নেত্রী সৈয়দা বকুল, মাকসুদা বেগম, সাফিয়া বেগমসহ আরো অনেকে।
