আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে নৌকা মার্কাকে বিজয়ী করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৯ ডিসেম্বর দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের গাইবান্ধা-৪ আসনের মোননীত নৌকা মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর সভার মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক দিপক কুমার পাল, সিনিয়র যুগ্ন সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, যুগ্ন সম্পাদক মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজামান হিরু, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন আকন্দ, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাশুল ইসলাম শিল্পি, আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উপজেলা আওয়ামীলী নেতা তনয় কুমার দেবের সভাপতিত্বে সাধারন সম্পাদক প্যানেল মেয়র-২ রিমন তালুকদার, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু স্বপন রায়, সাধারন সম্পাদক আশিষ দাস রন্টুসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতা-কর্মিকে ঐক্যবদ্ধ থেকে আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে কাজ করার আহবান জানান।