আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা :
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শ্রমিক আশিকুর রহমানের (২২) মেরুদন্ডের হাড় ভেঙ্গে গেছে। দূর্ঘটনাজনিত কারনে দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে এখন বাড়িতে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তকে ঢাকায় চিকিৎসা দিতে হবে। কিন্তু এ ব্যয়বহুল চিকিৎসায় তার সামর্থ নেই। তার চিকিৎসায় ৪ লক্ষ টাকার প্রয়োজন। এ বিশাল অর্থ যোগানে ব্যর্থ হয়ে আজ পরিবারটি অর্থ সাহায্য কামনা করেছে। তাই পরিবারটির আকুতি, বিত্তবান, প্রতিষ্ঠান, সরকারী- বেসরকারি ও চিকিৎসা কেন্দ্রীক সাহায্য প্রদান সংশ্লিষ্টদের সহযোগিতার কাছে। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপূর গ্রামের পূর্বপাড়ারর মৃত ময়নুল হকের ছেলে আশিকুর রহমান (২২) । সাহায্য পাঠানোর ঠিকানা: আশিকুর রহমান, শাখার হিসাব নং ০১০০১৫২৮৯২৪১৬, জনতা ব্যাংক পলাশবাড়ী শাখা, বিকাশ নং ০১৭৯৪-২০৮৪৩৭ ।
