জসিম উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় মো. জিহাদ (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। জিহাদ উপজেলার চরকাজল ইউনিয়নের জিনতলা গ্রামের মো. জলিল মোল্লার ছেলে। বৃহস্পিতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী গ্রামের হাজী মো. শাহজাহান মিয়ার বাড়ির উত্তর পার্শ্বে কচুরীপানায় ভর্তি খালের মধ্যে জিহাদের লাশ স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে গলাচিপা থানার এসআই মো. আনোয়ার হোসেন লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতার মোর্শেদ জানান, জিহাদ বুধবার থেকে নিখোঁজ ছিল। জিহাদের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিহাদের ভগ্নিপতি মো. সোহাগ (২৬) কে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।
