জসিম উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ হাসান মামুন কে সংবর্ধনা দেয়া হয় ও বিএনপির মনোনীত ৩ জন প্রার্থীই মনোনয়ন পত্র দাখিল করেন। বুধবার সকাল সাড়ে ১১ টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ হাসান মামুন কে গলাচিপা ফেরিঘাট এলাকায় হাজার হাজার বিএনপির নেতাকর্মী স্বাগত জানাতে আসলে পুলিশ প্রথমে তাদেরকে ছত্র-ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে, এমনকি আাশে পাশের ছোট ছোট দোকান পাট বন্ধ করে দেয়। পরে হাসান মামুনের আগমনে নেতা কর্মীরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ নিজেদের অবস্থান থেকে সরে আসে এবং মিছিল নিয়ে বিএনপি অফিসে যাওয়ার পথে তাদেরকে আর কোন বাধা দেয়নি। সেখানে আলহাাজ্জ শাহজাহান খান এর সভাপতিত্বে সংবর্ধনা দেয়া হয় ও মিলাদ অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্যে হাসান মামুন বলেন, আমাদের বিজয় সু-নিশ্চিত জেনে পুলিশ বিএনপির নেতা কর্মীদের ছত্র- ভঙ্গ করার চেষ্টা করেছিল। এটাকে তো লেভেল প্লেইং ফিল্ড বলা যায় না। কারন গতকাল আওয়ামী লীগ এর প্রার্থীর ক্ষেত্রে যা হয়নি কিন্তু আমাদের ক্ষেত্রে কেন..? আমাদের ৩ জনের যে কাউকে নমিনেশন দিলে তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আলহাজ্জ শাহজাহান খান তার বক্তৃতায় বলেন, পুলিশ আমাদের নেতাকর্মীদের ছত্র- ভঙ্গ করার জন্য ব্যাপক চেষ্টা করেছিল বিএনপির নেতা কর্মীরা অদম্য সাহসিকতার সাথে তা মোকাবেলা করে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেন। এখানে আমাদের দল বিএনপি ৩ জনের যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই আমরা স্বতস্ফূর্তভাবে কাজ করবো এবং আমাদের বিজয় সু- নিশ্চিত। এ সময় আরও উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আবু তালেব মিয়া, সাধারন সম্পাদক মো. সোহরাব হোসেন মিয়া, উপজেলা জামাতের সাধারন সম্পাদক আলী আহসান মুজাহিদ সহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও জামাতের নেতাকর্মীরা সহ সর্ব স্তরের জনগন ও বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মীরা উপস্হিত ছিলেন। পরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো.রফিকুল ইসলাম এর কাছে মো. হাসান মামুন, আলহাজ্জ শাহজাহান খান ও গোলাম মাওলা রনির পক্ষে তার ভাই গোলাম জিলানী মনোনয়ন পত্র দাখিল করেন।
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাসান মামুনকে সংবর্ধনা ও মনোনীত ৩ জনের মনোনয়ন পত্র দাখিল
Check Also
রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ
মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …