আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই দলীয় মনোনয়ন চুড়ান্ত করেছে ক্ষমতাশীনদল আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকার। এদিকে দলীয় মনোনয়ন চুড়ান্ত’র দুইদিন যেতে না যেতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা ও হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু।
মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৌফিকুল আমিন মন্ডল টিটু’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মী ও সমর্থকরা। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।