আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে জাতীয় পার্টি থেকে এ্যাড. মমতাজ উদ্দীনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে নেতাকর্মীরা।
গতকাল ২৫ নভেম্বর রবিবার বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসে জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. মমতাজ উদ্দীনের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ করেন প্রার্থীর ভাই আব্দুস সামাদ সরকার।
এসময় তার সাথে ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি রবিউল হোসেন পাতা, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব বাদশা মিয়া, শাহজাহান ভুলু, জাপা নেতা আব্দুল মজিদ বালু, বজলার রহমান, লাল মিয়া, আয়তাল হক, বয়েজ উদ্দিন ও রায়হান সরকার প্রমুখ। এর আগে দুই উপজেলা থেকে আগত জাতীয় পার্টি (এরশাদ) ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকগণ উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ