আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নজল হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে প্রস্তুতি গ্রহণ করেছে। এমনি আভাস গতকাল সাংবাদিককে দিলেন। সাদুল্লাপুর উপজেলা খোর্দ্দ কোমরপুর ইউপি’র পরপর দুইবার সুনামের সহিত পরিষদের দায়িত্ব করে এসেছে। সাবেক জনপ্রতিনিধি হিসেবে এলাকায় একটি সুনাম রয়েছে। সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা বড় গোপালপুর গ্রামের মৃত- আব্দুর রহমানের ছেলে। পলাশবাড়ী-সাদুল্লাপুর ঢোলভাঙ্গায় মধ্যবর্তী স্থানে তার অবস্থান। দুটি উপজেলায় ২০টি ইউনিয়নের ইতিমধ্যে ব্যাপক গণসংযোগ চালিয়ে এসেছে। সাবেক চেয়ারম্যান হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী তার দৃঢ় বিশ্বাস একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা তার পক্ষে রায় দিবেন বলে জানান।
