এসএম হাসান আরী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা:
তালা উপজেলা প্রকৌশলী কাজী আবু সাইদ মো:জসীম তালার ঠিকাদারদের সাথে বিভিন্ন সময় অসৌজন্যমুলক আচারণ করে থাকেন। তার এই আচারনের ধারবাহিকতায় গত ১৩.১১.১৮ তারিখ তালার সিনিয়ার ঠিকাদার মের্সাস ভাই ভাই ট্রের্ডাস স্বতাধিকারী এসএম জাহাঙ্গীর হাসানের সঙ্গে অসৌজন্যমুলক আচারণ সহ ভয়ভীতি ও বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানীর হুমকি প্রদান করায় উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে তীব্র ,নিন্দা,প্রতিবাদ,গভীরক্ষোভ ও দৃষ্টান্ত মুলক শান্তি দাবিতে বিবৃতি প্রদান করেছেন । বিবৃতি দাতারা হলেন সভাপতি বাবু কল্যাণ বসু,সাধারণ সম্পাদক কাজী মোমিনুল বারী চান্টু,সহ ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ।বিবৃতিতে ঠিকাদার নেতৃবৃন্দ অবিলম্বে উপজেলা প্রকৌশলী কাজী আবু সাইদ মো:জসীমের বিরুদ্ধে তদন্ত পুর্বক উদ্ধর্তন কতৃপক্ষের কাছে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন ।
