আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে আজ ১৮ নভেম্বর রবিবার মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, এমবিএ (আইবিএ) মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন এবং পুলিশ সদস্যদের নির্বাচনকালীন সময়ে জেলার আইন শৃংখলা রক্ষার পাশাপাশি জনসেবা মুলক বিভিন্ন করণীয় বিষয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন থানা, ফাঁড়ি, পুলিশ ক্যাম্পের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় জেলা পুলিশের কর্মকর্তা ও জেলার সবকয়টি থানার অফিসার ইনচার্জগণ সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
