আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মানবসেবার এক মহান ব্রতে উজ্জীবিত গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া এমবিএ (আইবিএ)। জেলার আইন-শৃংখলা পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের পাশাপাশি অসহায় গরিব-দুঃখী মানুষের পাশে প্রতিনিয়তই দাঁড়ান এই পুলিশ কর্মকর্তা।
এমনই এক দুস্থ অসহায় সম্বলহীন বৃদ্ধা গাইবান্ধা সদর থানার বল্লমঝাড় ইউনিয়নের ফইরন নেছা ।
বিভিন্ন গনমাধ্যমে তার দুঃখ দুর্দশার কথা ফলাও করে প্রচার হলে বিষয়টি নজরে আসে মানবতার কান্ডারী জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার।
তিনি বৃদ্ধা ফইরন নেছার বাড়ীতে গিয়ে তার খোজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তিনি তাকে একটি নতুন ঘর নির্মানের প্রতিশ্রুতি দেন।প্রতিশ্রুতি মোতাবেক শুক্রবার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া ফইরন নেছাকে নতুন ঘর হস্তান্তর করেন।