জসিম উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় বুধবার সকালে অহিদুল ইসলাম ও শাহির হাওলাদারকে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেল হাজতে প্রেরন করেন। জানা যায়, খলিল সিকদার বাদি হয়ে ১১ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা করেন। আদালতে জামিনের আবেদন করলে ১ ও ২ নং আসামিকে জেল হাজতে প্রেরন করেন। বাকী আসামীদেরকে জামিন দেয়া হয়। এ ব্যাপারে খলিল সিকদার জানান, আমার ইট ভাটায় নানা অপকর্মের সাথে জড়িত এরা আমার ইট ভাটার অনেক ক্ষতি করায় আমি থানায় মামলা করি। আদালত দু’জনকে জেল হাজতে পাঠিয়েছেন। উল্লেখ্য আসামীরা লাঠিসোটা দিয়ে ৮ নভেম্বর রাতে আনুমানিক সাড়ে ৮ টার দিকে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে বুধবাড়িয়া বাজারের মসজিদ মার্কেট রোডে তুচ্ছ ঘটনাকে কেদ্র করে খলিল সিকদার গং দের আহত করে। এলাকাবাসি ঐ রাতেই তাদেরকে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। কর্মরত ডাক্তার ইমাম সিকদার বলেন, রোগিরা আমার চিকিৎসাধীন ভর্তি আছে। এদের মধ্যে খলিল সিকদারের অবস্হা আসঙ্কাজনক তাই তাকে পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরন করা হয়। এ বিষয়ে মাহাবুব সিকদার প্রতিবেদককে বলেন, আমার ভাইদের ওরা মারধর করেছে। আমি এদের বিচার চাই। এ ব্যাপারে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০৭/২০১৮ইং
