আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
সাদুল্যাপুরের ধাপেরহাট সংলগ্ন পীরগঞ্জের সায়েস্তাপুর গ্রামের অবসর প্রাপ্ত ব্যাংকার মকবুল রহমানের ছেলে ইয়াবা কারবারি ফুয়াদ আলী (৩৫) কে ১৩ নভেম্বর মঙ্গলবার বিকালে ইয়াবা বেচা কেনার সময় ৩৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছেন র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। সে দীর্ঘদিন থেকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দর সহ বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য সরবরাহ করে আসছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এ এসপি হাবিবুর রহমানের নির্দেশে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে ফুয়াদকে গ্রেফতার করে। এ সময় তার কাছে ২টি মোবাইল ও ৩৪পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে তিনি জানান।