আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা সদর উপজেলার বানিয়ারজান এলাকায় মাদক উদ্ধার অভিযানে গতকাল রোববার রাতে ডিবি পুলিশের উপর হামলা চালায় মাদক ব্যবসায়িরা। এ সময় সাইদুল ইসলাম শহীদ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ এবং দুই পুলিশ সদস্য আহত হয়। গুলিবিদ্ধ শহীদসহ দুই পুলিশ সদস্যকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় সদর উপজেলার কামারজানি ইউনিয়নের পারিয়ার চর এলাকা থেকে শহীদকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এ সময় শহীদের কাছ থেকে ১২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শহীদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আটক শহীদের দেয়া তথ্য অনুযায়ী বানিয়ারজান এলাকায় মাদক উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় শহীদকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় শহীদ গুলিবিদ্ধ হয়।