জসিম উদ্দিন গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
উপকূলের জন্য হোক একটি জোড়ালো হোক উপকূল সুরক্ষার দাবি ‘৭০ এর ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূনিঝড়ে প্রায়ত উপকূলবাসীর স্মরণ এবং প্রস্তাবিত উপকূল দিবস ঘোষনার দাবিতে শোভাযাত্রা আলোচনা ও স্মারক লিপি প্রদান। আয়োজনে উদ্যোক্তা গলাচিপা প্রেস ক্লাব, উপকূল বাংলাদেশ, সহযোগী আলোকযাত্রা, প্রিন্ট মিডিয়া পার্টনার খোলা কাগজ। ১২ নভেম্বর সোমবার উপকূল দিবস ঘোষনার দাবিতে দুপুর ১২ টার সময় উপজেলা নির্বাহী অফিসার এর বরাবরে স্মারক লিপি প্রদান। সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন ও ১মিনিট নিরবতা পালন। এর পরে ভিডিও চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থান: আবদুল গনি স্মৃতি পাঠাগার ও গলাচিপা থিয়েটার। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপকূল উন্নয়ন আহবায়ক ফোরাম এর সভাপতি শংকর লাল দাস (স্টাফ রিপোটার দৈনিক জনকন্ঠ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: রফিকুল ইসলাম, বিশেষ অতিথি সরদার মো.শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ। আরো উপস্থিত ছিলেন, খালিদ হোসেন মিল্টন, সভাপতি গলাচিপা প্রেসক্লাব। অনিল চন্দ্র মন্ডল সহ-সভাপতি আবদুল গনি স্মৃতি পাঠাগার, সাইমুন রহমান এলিট, সাধারন সম্পাদক গলাচিপা থিয়েটার, রাকিবুল হাসান রুসেল, যুগ্ম সম্পাদক আ: গনি স্মৃতি পাঠাগার, সবুজ কুমার পাল কোষাধ্যক্ষ গলাচিপা থিয়েটার প্রমূখ।
