জসিম উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নিবা’চনের হালনাগাদ তথ্য পহেলা জানুয়ারী ২০১৮ ইং ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা পযা’য় মোট ৭৮ টি ভোট কেন্দ্র, কক্ষ স্হায়ী ৩৬০ টি ও অস্হায়ী কক্ষ ৫৪ টি, মোট কক্ষ হল ৪১৪ টি। এখানে পুরুষ ভোটার হল ১০০৫২৩ জন ও মহিলা ভোটার ১০২০৪৬ জন, মোট ভোটার সংখা হল ২০২৫৬৯ জন। এসব কেন্দ্র পরিদশ’ন, ভোটের পরিবেশ নিশ্চিত ও আইনশৃংখলা পরিস্হিতি নিয়ন্ত্রনে রাখা যাতে কোন অপশক্তি ভোটের পরিবেশ নষ্ট না করতে পারে সে ব্যাপারে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন গলাচিপা থানা ভারপ্রাপ্ত কম’কতা’ (ওসি) আখতার মোশ্বে’দ মঞ্জু। তার সাথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল-কলেজ চলাকালীন শিক্ষক, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রকার জঙ্গী- সন্ত্রাস, চাদাবাজি, মাদক সম্পকে’সচেতনতা সৃষ্টি ও তাদের আইনের আওয়াতায় এনে শাস্তির মুখোমুখি করার জন্য শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের সহায়তা করার জন্য অনুরোধ করেন। ইতিমধ্যে তিনি তফশিল ঘোষনার পরে ৪ টি ইউনিয়নের কেন্দ্র পরিদশ’ন করেছেন। ইউনিয়ন গুলো হল চরকাজল, চরবিশ্বাস, পানপট্টি ও রতনদি-তালতলী ইউনিয়নের কেন্দ্র গুলো পরিদশ’ন করেছেন। এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কম’কতা ‘(ওসি) বলেন, আমার নিবা’চনী এলাকায় সাধারন জনগনের ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্হা নিব, যাতে কোন অপশক্তি ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে সে ব্যাপারে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, আমার এলাকায় কোন প্রকার জঙ্গীবাদ, সন্ত্রাস, চাদাবাজি ও মাদকের কোন স্হান থাকবেনা। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি অব্যাহত রয়েছে।
