জনি হোসেন, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা
আজ ৯ নভেম্বর ২০১৮ শুক্রবার বাদ জুম্মার নামাজের পর করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও সরকারি কলেজ শাখা আয়োজনে ও বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি’র আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আজ শুক্রবার বাদ আছর আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ সকলকে সৈয়দ আশরাফুল ইসলাম এমপির আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।
