অাল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধার সাদুল্লাপুরে জেডিসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ০১ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) ধাপের হাট ছাইগাড়ী গোবিন্দপুর দাখিল মাদ্রাসার কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীকে বহিস্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ কুমার চাকমা। বহিস্কারকৃত পরীক্ষার্থী তরফমহদী বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ কুমার চাকমা জানান, জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) আরবী ২য় পত্র পরীক্ষায় ছাইগাড়ী গোবিন্দপুর দাখিল মাদ্রাসার কেন্দ্রে অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দেয়ার দায়ে তাসলিমা আক্তার রোল নং-৪৫০৩৮৮ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।