অাল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াতের সহঃ সেক্রেটারি ও প্রভাষক আবু সোলায়মান সরকার ওরফে সাজা (৫১) কে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলা পরিষদের পিছন থেকে নাশকতা ও সন্ত্রাস মামলার আসামী জামায়াতের সহঃ সেক্রেটারি ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজাকে গ্রেফতার করা হয়। আবু সোলয়ামান সরকার সাজা সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় ৪ পুলিশ হত্যা, ছাত্রলীগ নেতা মামুন হত্যাসহ বিভিন্ন নাশকতার পূর্বের ১১ মালমা ও বর্তমান ২ মামলায় গ্রেফতার করা হয়। যার মামলা নং ১৩, তাং ০৮/০৮/২০১৮ ধারা ৬(২) এর (ঈদু) ৯(৩), ১০/১২/১৩/২০০৯ সালের সন্ত্রাস বিরোধী সংশোধনীয় ২০১৩ আইন। সাজা উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারি ও সুন্দরগঞ্জ সরকারি ডি ডব্লিউ ডিগ্রী কলেজের প্রভাষক। থানার ওসি আব্দুস সোবহান গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, আসামীকে গাইবান্ধা আদালতে প্রেরণ করা হয়েছে। একই দিনে একই মামলায় সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের চাঁন মিয়ার পুত্র মোনছুর আলী (৩২) কে গ্রেফতার করা হয়।
