আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে রংপুরে র্যাবের বিশেষ টহল জোরদার করা হয়েছে। ৭ নভেম্বর বুধবার বিকালে রংপুর বিভাগের র্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক হেলিকপ্টার নিয়ে আকাশপথে রংপুর বিভাগের দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় নীলফামারী, রংপুর এবং ঠাকুরগাঁও জেলাসমূহে টহল দেয়। এ সময় মোজাম্মেল হক দূরবীন দিয়ে রংপুরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার ৮ নভেম্বর আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই লক্ষ্যে র্যাব-১৩, রংপুর কর্তৃক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য র্যাবের বিশেষ টহলের মাধ্যমে নজরদারি জোরদার করা হচ্ছে এবং এটা চলমান থাকবে বলেও জানা যায়।