আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আওয়ামীলীগের শতভাগ মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুতের নির্বাচনী গণসংযোগ ও মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর সমর্থনে রোববার সকালে একটি মোটরসাইকেল শো-ডাউন পলাশবাড়ী উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ সমর্থনে দীর্ঘদিন থেকে পলাশবাড়ী-সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় তার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেল শো-ডাউন ছাড়াও নির্বাচনী প্রচার-প্রচারনা অব্যাহতসহ লিফলেট বিতরণ করে আসছেন।
