এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা:
তালায় “টেকসই উন্নয়ন স্বাস্থ্য সম্মত স্যানিটেশন, হাত ধোব থাকবো সবাই স্বাস্থ্যসম্মত” প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে তালা উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উত্তরণ,ব্র্যাক ওয়াশ কর্মসূচি সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বরে সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ,বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী ছারোয়ার হোসেন,উপ-সহকারি প্রকৌশলী মো: মফিজুর রহমান প্রমুখ । অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।
