মোহাইমিনুল উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
উলিপুরে আজ ” সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। আজ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদেরের নেতৃতে একটি আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা চত্বরে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সরকারের সাংস্কৃতিক মন্ত্রনালয়ের উদ্যোগে ও জেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধায়নে উপজেলা প্রশাসন, উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা সকল দপ্তরের সমন্বয়ে মেলা চলাকালীন সময়ে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ও জনকল্যান মূলক ও উন্নয়ন মূলক ভিডিও তথ্যাদী প্রদর্শন করা হয়।
