রফিকুল ইসলাম, কুষ্টিয়া সংবাদদাতা :
সোমবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউপি’র শেখপাড়া গ্রামে বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে মৃত হাবিবুর রহমান এর ছেলে মতিয়ার রহমান নামের একজন নিহত হয়েছে এবং আরো কয়েকজন আহত হয়েছে | এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০বছর পূর্বে আব্দুল হামিদ, শেখ আলতাব হোসেনের নিকট থেকে শেখপাড়ার উত্তর পাড়া বড় জোলার মাঠে ১৭শতাংশ জমি দুই লক্ষ টাকায় ক্রয় করে ভোগদখল করতে থাকে | উল্লেখিত জমিতে ধান লাগানোর প্রাক্কালে আলতাব হোসেন, আব্দুল হামিদ শেখকে ধান লাগাতে বাধা প্রদাান করে এবং এক দাগে ভোগ দখল দিব না বলে জানায় | তারপরেও আব্দুল হামিদ ধান লাগায় এবং সেই ধান আজ কাটতে গেলে মাসুদ আলী (৩৫), শাজাহান (৪০), রাজ্জাক (৩২), দেলোয়ার (৪৫), জহিরুল (৩০), রাহাত (১৮) এবং লাল’সহ একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল হামিদ ও তার আত্মীয়দের উপর হামলা চালায় | হামলায় হাবিবুর রহমানের ছেলে মতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক (৩৫), ওহিদুল বাহার (২২), আব্দুল হামিদ (৬৫), ও আব্দুল’সহ বেশ কয়েকজনকে মারাত্মকভাবে আহত হয় | হামলায় গুরুতর আহত মতিয়ার রহমানকে ২৫০শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যে তার মৃত্যু হয় | অন্যান্য আহত ব্যাক্তিদেরকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে | আশংকাজনক আহতদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে | এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছিল |
