আল আমিন, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নারী উন্নয়ন ফোরামের নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার প্রকল্পের আওতায় নারী উন্নয়ন ফোরাম সক্রিয়করণ কর্মশালা শেষে এ কমিটি গঠন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদারের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গঠিত এ কমিটিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানাকে সভাপতি ও রাঙ্গাবালী ইউপির সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নারগিস পারভীনকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি তাসলিমা বেগম, কোষাধ্যক্ষ সুরমা বেগম, কার্যকরী সদস্য শামীমা, পারুল বেগম, মনিয়া বেগম, রুমানা ও আফরোজা বেগম।
