জসিম উদ্দিন,গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেসিনটি তিন বছর ধরে বিকল হয়ে আছে। এতে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা পড়ে বিপাকে। বিশেষ করে হাাড় ভাঙ্গা রোগীদের হাসপাতালের বাহিরে গিয়ে বিভিন্ন ক্লিনিক অথবা ডায়গনাস্টিক সেন্টারে বেশী অর্থ ব্যয় করে এক্সরে করাতে হয়। অনেক সময় অনভিজ্ঞ টেকনিসিয়ানরা ভুল রিপোর্ট দেয়ায় রোগীরা আরও ভোগান্তিতে পড়ে।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ জানায়, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২০০৪ সালের ২৩ নবেম্বর এক্সরে মেসিনটি পৌছে এবং ২০০৬ সালের ৩০ মে এটি একটি কক্ষে স্থাপন করা হয়। এটি স্থাপনের কয়েক দিনের মধ্যেই অচল হয়ে যায়। একে একে কিবোর্ড, রিলেবোর্ড নষ্ট হয়ে যায়। মেরামতের জন্য সেন্টার মেডিকেল স্টোর ঢাকার প্রকৌশলীরা কয়েকবার এসে এক্সরে মেসিনটি মেরামত করে যায়। মেরামত করে যেতে না যেতেই মেসিনটি বার বার নষ্ট হয়ে যায়। এতে করে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
